কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলা কি অপরাধ? কি জানাল সুপ্রিম কোর্ট
Is it a crime to call someone 'Mian' or 'Pakistani'? What did the Supreme Court say

Truth Of Bengal: কোনও ব্যক্তিকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করা আপত্তিকর হতে পারে, তবে এটি আইনের দৃষ্টিতে অপরাধ নয়। মঙ্গলবার এক মামলার রায় দিতে গিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট।
Calling Someone “Miyan-Tiyan” & “Pakistani” In Poor Taste But Doesn’t Amount To Offence Of Hurting Religious Sentiments : #SupremeCourtOfIndia #IndiaLegal pic.twitter.com/GmboHflii0
— India Legal (@indialegalmedia) March 4, 2025
বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে, এই ধরনের মন্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বলা হলেও, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। সংবিধানের ২৯৮ ধারার ভিত্তিতে অভিযুক্ত হরিনন্দন সিং-কে বেকসুর খালাস করা হয়েছে।
সরকারি কর্মী শামসুদ্দিন তাঁর সহকর্মী হরিনন্দন সিং-এর বিরুদ্ধে অভিযোগ করেন যে, হরি একটি গুরুত্বপূর্ণ নথি নিতে অস্বীকার করেন এবং পরে তাঁর ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। শামসুদ্দিনের দাবি, হরি তাঁকে ‘মিয়াঁ’ ও ‘পাকিস্তানি’ বলে অপমান করেন এবং চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন।
এই ঘটনার ভিত্তিতে হরির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়। নিম্ন আদালত মামলাটি গ্রহণ করলেও, পর্যাপ্ত প্রমাণের অভাবে কয়েকটি ধারা বাতিল করে। পরে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ঘটনায় শান্তিভঙ্গ হয়নি, তাই ৫০৪ ধারার কোনও ভিত্তি নেই। পাশাপাশি, ২৯৮ ধারার অধীনে হরির বিরুদ্ধে আনা অভিযোগও টেকসই নয়। আদালতের মতে, কোনও মন্তব্য আপত্তিকর হলেও তা অপরাধ নয়। ফলে, সুপ্রিম কোর্ট হরিনন্দন সিং-এর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে তাঁকে সম্পূর্ণ বেকসুর খালাস দিয়েছে।