মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে না হতেই দিল্লিতে আমন্ত্রণপত্র বিলি শুরু গেল দিল্লিতে
Invitations started being distributed in Delhi even before the name of the Chief Minister was announced.

Truth Of Bengal : দিল্লির মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার বিজেপির ‘সংসদীয় বোর্ড’-এর বৈঠক হয়েছে। বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, বুধবার সন্ধ্যে ছ’টায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ঘোষণা করা হবে মন্ত্রিসভার সদস্যদের নামও। নজিরবিহীনভাবে, তাঁর আগেই দিল্লি সরকারের তরফে শপথের আমন্ত্রণপত্র বিলি করা শুরু হয়ে গেল।
দিল্লির মুখ্যসচিবের তরফে পাঠানো ওই আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উপরাজ্যপাল ভিকে সক্সেনা মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীদেরও শপথ পাঠ করাবেন। প্রসঙ্গত, আমন্ত্রণপত্রে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নেই।
সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে পুরুষদের মধ্যে জাঠ নেতা (যিনি কেজরীওয়ালকে নির্বাচনে হারান) প্রবেশ বর্মা এবং মহিলাদের মধ্যে বণিক সমাজের প্রতিনিধি রেখা গুপ্ত এগিয়ে রয়েছেন। এছাড়াও, তালিকায় রয়েছেন দলের প্রাক্তন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত। রয়েছেন ‘ব্রাহ্মণ মুখ’ বলে পরিচিত আরএসএস ঘনিষ্ঠ প্রাক্তন প্রদেশ সভাপতি সতীশ উপাধ্যায়ও। এছাড়াও সঙ্ঘের ‘ঘনিষ্ঠ নেতা’ বলে পরিচিত জিতেন্দ্র মহাজন নিয়েও আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, মোদী-শাহের জমানায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে বিজেপি শীর্ষ নেতৃত্ব নানা চমক দিয়েছেন। উদাহরণস্বরুপ, রাজস্থান, ওড়িশার মতো রাজ্যে প্রভাবশালী, পুরনো মুখ ছেড়ে বেছে নেওয়া হয়েছে অপরিচিত মুখেদের। দিল্লিতেও তা হতে পারে বলে জল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জিতেছে তারা। কেজরীওয়ালের আম-আদমি পার্টি জিতেছে ২২টি আসনে। কংগ্রেস খাতা খুলতে পারেনি।