দেশ

পহেলগাঁওয়ের কড়া জবাব ভারতের, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একসুর শাসক-বিরোধীদের গলায়

India's strong response to Pahalgaon, 'Operation Sindoor' in the mouth of anti-government activists

Truth Of Bengal: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। গোটা দেশ তখন শোকাহত, ক্ষুব্ধ। ঠিক তখনই ভারতীয় সেনা নীরবে তৈরি করছিল প্রতিশোধের পরিকল্পনা। ১৫ দিনের মাথায়, মঙ্গলবার গভীর রাতে শুরু হলো সেই অভিযান—‘অপারেশন সিঁদুর’।

আকাশ ছিল অন্ধকার, কিন্তু সেনার লক্ষ্য ছিল স্পষ্ট। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি টার্গেট করল ভারত। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদের আস্তানা, মুরাক্কায় লস্কর-ই-তৈবা আর হিজবুল মুজাহিদিনের ঘাঁটি—সব গুঁড়িয়ে দিল ক্ষেপণাস্ত্র হামলায়।

এই অভিযানের উপর সরাসরি নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি মুহূর্তের আপডেট পেয়ে তিনি নিশ্চিত করলেন—সঠিক সময়ে, সঠিক জায়গায় আঘাত হেনেছে ভারত।

হামলার পর দেশের জনতা একসঙ্গে সেনাবাহিনীর প্রশংসায় সরব। অমিত শাহ বললেন, “এই প্রত্যাঘাত পহেলগাঁওয়ের শহিদদের প্রতি আমাদের সম্মান।”

রাজনাথ সিংয়ের কণ্ঠে উঠে এল “ভারত মাতা কী জয়!” ধ্বনি।

বিদেশমন্ত্রী জয়শঙ্করও বললেন, “সন্ত্রাসবাদকে একসঙ্গে রুখতে হবে বিশ্বকে।”

বিরোধী শিবিরও সেনার পাশে। রাহুল গান্ধী লেখেন, “গর্বিত দেশের সেনাবাহিনীর জন্য।”

মমতা বন্দ্যোপাধ্যায়ও জানালেন পূর্ণ সমর্থন।

আসাদউদ্দিন ওয়েইসি কড়া বার্তায় বললেন, “এমন শিক্ষা দিতে হবে পাকিস্তানকে, যাতে পহেলগাঁওয়ের মতো ঘটনা আর না ঘটে।”

Related Articles