পহেলগাঁওয়ের কড়া জবাব ভারতের, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একসুর শাসক-বিরোধীদের গলায়
India's strong response to Pahalgaon, 'Operation Sindoor' in the mouth of anti-government activists

Truth Of Bengal: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। গোটা দেশ তখন শোকাহত, ক্ষুব্ধ। ঠিক তখনই ভারতীয় সেনা নীরবে তৈরি করছিল প্রতিশোধের পরিকল্পনা। ১৫ দিনের মাথায়, মঙ্গলবার গভীর রাতে শুরু হলো সেই অভিযান—‘অপারেশন সিঁদুর’।
আকাশ ছিল অন্ধকার, কিন্তু সেনার লক্ষ্য ছিল স্পষ্ট। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি টার্গেট করল ভারত। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদের আস্তানা, মুরাক্কায় লস্কর-ই-তৈবা আর হিজবুল মুজাহিদিনের ঘাঁটি—সব গুঁড়িয়ে দিল ক্ষেপণাস্ত্র হামলায়।
এই অভিযানের উপর সরাসরি নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি মুহূর্তের আপডেট পেয়ে তিনি নিশ্চিত করলেন—সঠিক সময়ে, সঠিক জায়গায় আঘাত হেনেছে ভারত।
হামলার পর দেশের জনতা একসঙ্গে সেনাবাহিনীর প্রশংসায় সরব। অমিত শাহ বললেন, “এই প্রত্যাঘাত পহেলগাঁওয়ের শহিদদের প্রতি আমাদের সম্মান।”
Proud of our armed forces.#OperationSindoor is Bharat’s response to the brutal killing of our innocent brothers in Pahalgam.
The Modi government is resolved to give a befitting response to any attack on India and its people. Bharat remains firmly committed to eradicating…
— Amit Shah (@AmitShah) May 7, 2025
রাজনাথ সিংয়ের কণ্ঠে উঠে এল “ভারত মাতা কী জয়!” ধ্বনি।
भारत माता की जय!
— Rajnath Singh (@rajnathsingh) May 6, 2025
বিদেশমন্ত্রী জয়শঙ্করও বললেন, “সন্ত্রাসবাদকে একসঙ্গে রুখতে হবে বিশ্বকে।”
The world must show zero tolerance for terrorism. #OperationSindoor pic.twitter.com/dmcCLfbMjN
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 7, 2025
বিরোধী শিবিরও সেনার পাশে। রাহুল গান্ধী লেখেন, “গর্বিত দেশের সেনাবাহিনীর জন্য।”
Proud of our Armed Forces. Jai Hind!
— Rahul Gandhi (@RahulGandhi) May 7, 2025
মমতা বন্দ্যোপাধ্যায়ও জানালেন পূর্ণ সমর্থন।
Jai Hind! Jai India!
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2025
আসাদউদ্দিন ওয়েইসি কড়া বার্তায় বললেন, “এমন শিক্ষা দিতে হবে পাকিস্তানকে, যাতে পহেলগাঁওয়ের মতো ঘটনা আর না ঘটে।”
मैं हमारी रक्षा सेनाओं द्वारा पाकिस्तान में आतंकवादी ठिकानों पर किए गए लक्षित हमलों का स्वागत करता हूँ। पाकिस्तानी डीप स्टेट को ऐसी सख्त सीख दी जानी चाहिए कि फिर कभी दूसरा पहलगाम न हो। पाकिस्तान के आतंक ढांचे को पूरी तरह नष्ट कर देना चाहिए। जय हिन्द! #OperationSindoor
— Asaduddin Owaisi (@asadowaisi) May 7, 2025