দেশ

মার্চে ভারতের আর্থিক বৃদ্ধি পৌঁছাল ৭.৮শতাংশে বাৎসরিক আর্থিক বৃদ্ধি ৮.২শতাংশে থাকবে,এনএসও-র তথ্যে স্পষ্ট

India's economic growth reached 7.8 percent in March, annual growth to remain at 8.2 percent, NSO data shows

The Truth of Bengal: ভারতীয় অর্থনীতির বিকাশ কোন পথে ? প্রত্যাশামতো শ্রীবৃদ্ধি কী হবে ? কারণ দেশে মূল্যবৃদ্ধির মতোই মুদ্রাস্ফীতি,বেকারত্বের জ্বলন্ত সমস্যা রয়েছে। তবুও সবার কাছে একটাই বিষয় উঠে আসছে,আর্থিক বৃদ্ধির প্রত্যাশিত গতি থাকবে কিনা।এই অবস্থায় এনএসও-র তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে,২০২৪অর্থবছরের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃ্দ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮শতাংশে।জানুয়ারি –মার্চ ত্রৈমাসিকে এই বৃদ্ধির হার আগের বছরে একই সময়ে ছিল ৬.২শতাংশ।গত বছরের তুলনায় এবার অর্থনীতির চাকায় গতি বাড়বে বলে আশা অনেকের।২০২৩-এর চতুর্থ ত্রৈমাসিকের নিরিখে এবার চতুর্থ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার বেড়েছে ১.৬শতাংশ। একইসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল,২০২৩-২৪ আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৮.২শতাংশে পৌঁছাতে চলেছে,যা কিনা এক বছরের ব্যবধানে ১.২০শতাংশ বৃদ্ধি হয়েছে বলা যায়। ৩১মে কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের তরফে জিডিপি সংক্রান্ত এই তথ্য প্রকাশ করা হয়েছে।এই রিপোর্ট মোতাবের দেশে আর্থিক বৃদ্ধির হার ৬.৯শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

 বৈদিশিক মুদ্রার ভাঁড়ারে কি রয়েছে ?

দেশের আর্থিক শক্তি পরিমাপের জন্য সবার আগে দেখা হয়,দেশের বৈদেশিক মুদ্রার ভণ্ডার কি পরিমাণ মজুত আছে।একসময়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে টান পড়েছিল।তারপর দেশের সরকার,রফতানি সহ অন্যান্য কাজের জন্য বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভাণ্ডার বাড়ানোর ওপর জোর দেয়। তথ্য বলছে,২৪মে শেষ হওয়া সপ্তাহের নিরিশে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় দাঁড়িয়েছে ৬৪৮বিলিয়ন ডলার। গত সপ্তাহের তুলনায় ২ বিলিয়ন ডলারের মতো সঞ্চয় কমে গেছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় অর্থনীতি টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।আগামীদিনে যে সরকার বসবে তার কাছে সুস্থিতি ফিরিয়ে আনাটাই হবে চ্যালেঞ্জ।