কুয়েত বিমানবন্দরে আটকে ভারতীয় যাত্রীরা, মিলছেনা খাবার, পানীয় জল
Indian passengers stranded at Kuwait airport, no food, drinking water

Truth Of Bengal: কুয়েত বিমানবন্দরে প্রায় ১৩ ঘণ্টা ধরে দুর্বিসহ অবস্থার সম্মুখীন হলেন বহু ভারতীয় যাত্রী। যাত্রীদের অভিযোগ, খাবার ও পানীয় জল সরবরাহ বন্ধ ছিল, এবং তাঁদের বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ কোনও রকম সাহায্য করেননি।
মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারগামী গল্ফ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে কুয়েতে জরুরি অবতরণ করে। যাত্রীদের দাবি, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপের যাত্রীদের প্রয়োজনীয় সুবিধা দেওয়া হলেও ভারত, পাকিস্তান এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
Indian passengers stranded at Kuwait airport depart for Manchesterhttps://t.co/82hfX2f45B#India #Aviation #Kuwait #KuwaitAirport #Manchester #GulfAir @indembkwt pic.twitter.com/FzGlBr57W1
— NewsDrum (@thenewsdrum) December 2, 2024
সমাজমাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের অসহায় অবস্থার কথা শোনা গেছে। ভিডিওগুলিতে দেখা গেছে, বাচ্চা ও বৃদ্ধদের জন্য কম্বল চেয়েও পাননি অনেকে। খাবার এবং পানীয় জল সরবরাহ না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও এই ভিডিওগুলির সত্যতা এখনও যাচাই হয়নি।
আরজু সিংহ নামে এক যাত্রী জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের যাত্রীদের লাউঞ্জে প্রবেশের অধিকার দেওয়া হয়নি। অনেক অনুরোধের পরে লাউঞ্জে প্রবেশের অনুমতি দেওয়া হলেও সেখানেও কোনও সুবিধা মেলেনি।
এই ঘটনা জানার পর কুয়েতে ভারতীয় দূতাবাস দ্রুত পদক্ষেপ নেয়। দূতাবাসের একটি দল বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের জন্য প্রাথমিক সাহায্যের ব্যবস্থা করে। যাত্রীদের আপাতত লাউঞ্জে রাখা হয়েছে এবং তাঁদের বিমানবন্দরের হোটেলে স্থানান্তর করার পরিকল্পনা চলছে।
এ ধরনের যাত্রী দুর্ভোগের ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার ঘটছে। কয়েকদিন আগেই থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে ৮০ ঘণ্টা ধরে আটকে ছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা। এই ঘটনার পুনরাবৃত্তি ভারতীয় যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।