অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহারের অভিযোগ, মার্কিন ওপেনএআই-এর বিরুদ্ধে ভারতীয় সংবাদমাধ্যমগুলির মামলা
Indian media files case against US-based OpenAI for allegedly using content without permission

Truth Of Bengal: ভারতের একাধিক সংবাদমাধ্যম অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহারের অভিযোগে মার্কিন স্টার্টআপ ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়া টুডের সঙ্গে ধনকুবের গৌতম আদানীর মালিকানাধীন এনডিটিভিও ওই মামলায় শরিক হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ভারতীয় এসব সংবাদমাধ্যমের অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই-এর কর্তৃপক্ষ। তারা বলেছে, চ্যাটবটটি এমন তথ্য ব্যবহার করে যা আইনের দিক দিয়ে ব্যাপকভাবে সঙ্গতিপূর্ণ।
বুধবার দিল্লিতে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন ওপেনএআই-এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম অল্টম্যান। তাঁরা সেখানে কম খরচে এআই ইকোসিস্টেমের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এআই বিপ্লবে প্রধান সারিতে ভারতের থাকা উচিত বলে মনে করেন স্যাম। তবে এজন্য ভারতকে বেশ লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
২০২৩ সালের এক মন্তব্যে স্যাম বলেছিলেন, ভারতীয় সংস্থাগুলিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বেশ লড়াই করতে হবে। তবে ভারতীয় গণমাধ্যমের মামলার বিষয়টি এড়িয়ে যান তিনি।
মার্কিন ওপেনএআই-এর বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম মামলা করে দেশটির বৃহত্তম সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। এআইয়ের অধীনে থাকা চ্যাটজিপির বিরুদ্ধে কপিরাইট ইস্যুতে মামলা করে সংবাদ সংস্থাটি। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। ভারতের বাজারে নিজেদের ধরে রাখতে চ্যাটজিপিটির বিরুদ্ধে এমন অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ। কেননা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে শীর্ষে রয়েছে ভারত।