দেশ

আবার মহাকাশে ভারতীয়! নাসার মিশনে যাচ্ছেন বায়ুসেনার পাইলট শুভাংশু

Indian in space again! IAF pilot Subhangshu to go on NASA mission

Truth of Bengal: কয়েকদিন আগেই পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তাঁকে নিয়ে গর্বিত গোটা ভারত। আর এবার এল আরও এক সুখবর—মহাকাশে পাড়ি দিচ্ছেন আরও এক ভারতীয়, শুভাংশু শুক্লা।

শুভাংশু হচ্ছেন প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) মহাকাশ গবেষণার কাজে অংশ নেবেন। খুব শীঘ্রই তিনি অংশ নেবেন নাসা এবং অ্যাক্সিওম স্পেসের যৌথ উদ্যোগে পরিচালিত চতুর্থ প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশন, এএক্স-৪-এ। এই মিশনটি ফ্লোরিডা থেকে মহাকাশে যাত্রা শুরু করবে।

এই অভিযানের নেতৃত্ব দেবেন নাসার প্রাক্তন মহাকাশচারী এবং অ্যাক্সিওম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট ডিরেক্টর পেগি হুইটসন। শুভাংশু থাকবেন পাইলটের ভূমিকায়। তাঁদের সঙ্গে থাকবেন পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইশনিভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

এই প্রসঙ্গে সুনীতা উইলিয়ামসও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আবার একটি মিশন হতে চলেছে যেখানে এক ভারতীয় মহাকাশচারীও যাচ্ছেন। এটা ভাবতেই ভালো লাগছে।”

এপ্রিল মাসেই চার মহাকাশচারীকে নিয়ে যাত্রা করবে ইলন মাস্কের স্পেসএক্স ড্রাগন যান। ১৪ দিন ধরে তাঁরা মহাকাশে থাকবেন এবং বিভিন্ন গবেষণার কাজ করবেন। শুভাংশুর এই অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউতে জন্ম শুভাংশুর। পড়াশোনা করেন পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে। ২০০৬ সালে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার উইং-এ যোগ দেন তিনি। বর্তমানে তিনি গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত।

তাঁর রয়েছে ২০০০ ঘণ্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতা। তিনি উড়িয়েছেন Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier এবং An-32-এর মতো বিমান।

২০১৯ সালে ISRO তাঁকে মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন প্রশিক্ষণ কেন্দ্রে চলে তাঁর প্রশিক্ষণ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁকে ISRO’র গগনযান মিশনের জন্য প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়।

ভারতীয় হিসেবে তিনি হতে চলেছেন গর্বের আরেক নাম। শুভাংশুর এই অভিযান গোটা দেশের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে চলেছে।

Related Articles