ভারতীয় কোস্ট গার্ডের তরফে রেডার স্টেশনের সংখ্যা দ্বিগুণ করার চিন্তা ভাবনা…
Indian Coast Guard plans to double the number of radar stations.

The Truth Of Bengal: দেশের সমস্ত উপকূলে নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করার তোড়জোড়। এবার ভারতীয় কোস্ট গার্ডের তরফ থেকে রেডার স্টেশনের সংখ্যা প্রায় দ্বিগুণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। বর্তমানে ভারতীয় কোস্ট গার্ডের তরফ থেকে নজরদারি চালানো হয় প্রায় ৪৬টি রেডার স্টেশন থেকে। এবার সেই সংখ্যা বেড়ে হতে চলেছে ৮৪।
ভারতীয় কোস্ট গার্ডের ৪৮ তম রেজিং ডে উপলক্ষে মঙ্গলবার হলদিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কোস্ট গার্ডের উত্তর পূর্বের আইজি জানান, দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই একমাত্র কাজ তাদের নয়, তার পাশাপাশি উপকূলের মানুষ ও মৎসজীবীদের প্রাণ রক্ষাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তার জন্য সব থেকে বেশি জরুরি কমিউনিকেশন। রেডার স্টেশন বাড়ানো হলে নজরদারি বাড়ানোর পাশাপাশি সেটাও যথেষ্টই জোরালো হবে বলেই তিনি জানান। উত্তর পূর্ব সহ দেশের সমস্ত উপকূলে নিরাপত্তা ব্যাবস্থা আঁটোসাঁটো করতে রেডার স্টেশন দ্বিগুণ করতে চলেছে ভারতীয় কোস্ট গার্ড।
এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন উপকূল এলাকায় ৪৬ টি রেডার স্টেশনের মাধ্যমে নজরদারির সঙ্গে তথ্য আদান-প্রদান করা হয়। এবার সেই সংখ্যা বেড়ে করা হচ্ছে ৮৪। যার মধ্যে নতুন রেডার স্টেশন হচ্চে এই রাজ্য ও ওড়িশাতে। ইতিমধ্যে এই রাজ্যের ফ্রেজারগঞ্জে অত্যাধুনিক রেডার বসানোর কাজ শেষ হয়েছে। ঠিক একইরকম রেডার স্টেশন হবে জুনপুটেও। চলতি বছরের অগাস্ট মাসের মধ্যেই এই বিশেষ ক্যামেরা ও সেন্সরযুক্ত আধুনিকতম কোস্টাল রেডার স্টেশনগুলি চালু করার সময়সীমা ধার্য হয়েছে।
Free Access