সাগর সুরক্ষায় আরও শক্তিশালী ভারত, মুম্বইয়ে তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
India stronger in maritime security, PM inaugurates three warships in Mumbai

Truth Of Bengal: ভারতের সাগর সীমান্ত সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। সেনাবাহিনী দিবসে মুম্বইয়ে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এগুলি হল আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি, এবং আইএনএস ভাগশির নামে একটি ‘হান্টার কিলার’ সাবমেরিন। এগুলিকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।
আইএনএস সুরাট:
উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যা বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। অটোমেশন এবং অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও এটি অত্যাধুনিক। আইএনএস সুরাটের সিংহভাগ নির্মাণ হয়েছে ভারতে, যা আত্মনির্ভর ভারতের এক দৃষ্টান্ত।
আইএনএস নীলগিরি:
১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এর প্রযুক্তি শিবালিক-ক্লাসের ফ্রিগেটের তুলনায় অনেক উন্নত। রণতরীটির নকশা তৈরি হয়েছে দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে।
আইএনএস ভাগশির:
Kalvari-class Project 75-এর অন্তর্গত এই সাবমেরিনটি ফ্রান্সের সহযোগিতায় তৈরি। এটি শত্রুপক্ষকে নিঃশব্দে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। অ্যান্টি-সারফেস ও অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে এটি ব্যবহৃত হবে। নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহসহ আরও বিশেষ কাজেও এটি সক্ষম।
এই যুদ্ধজাহাজগুলি উদ্বোধনের মাধ্যমে ভারতের নৌসেনার শক্তি বহুগুণে বৃদ্ধি পেল। প্রধানমন্ত্রী মোদি বলেন, “এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায়।”