দেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০তম স্থানে ভারত

India ranks

The Truth of Bengal,Mou Basu: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০তম জায়গায় রয়েছে ভারত। হেনলে পাসপোর্ট ইনডেক্স বা সূচকের মাধ্যমে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রস্তুত করে। ১৯৪টি দেশের ওপর সমীক্ষা চালায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। চলতি বছরে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেনের। গত ৫ বছর ধরে তালিকায় প্রথম স্থানে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর। এবছরও ব্যক্তিক্রম হয়নি। ১৯৪টি দেশে ভিসা-ফ্রি অবস্থায় বেড়াতে যাওয়া যায় জাপান এবং সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে। শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড, সুইডেন আর দক্ষিণ কোরিয়া। ১৯৩টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় যদি ফিনল্যান্ড, সুইডেন আর দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট থাকলে। ইউরোপের ৪টি দেশ, অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস রয়েছে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তৃতীয় স্থানে।

১৯২টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে যদি এই ৪ দেশের পাসপোর্ট থাকে। শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০তম স্থানে আছে ভারত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তাইল্যান্ড-সহ ৬২টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতীয়রা। ভারতের সঙ্গেই ৮০তম স্থানে আছে উজবেকিস্তানও। অন্যদিকে, কমজোরি পাসপোর্টের তালিকায় চলতি বছর একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের পাসপোর্ট থাকলে মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে।আফগানিস্তানের এক ধাপ ওপরে রয়েছে সিরিয়া। মাত্র ২৯টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। ইরাকের পাসপোর্ট থাকলে মাত্র ৩১টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। ৩৪টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে যদি পাকিস্তানের পাসপোর্ট থাকে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০১তম স্থানে আছে পাকিস্তান। ৩৫টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে যদি ইয়েমেনের পাসপোর্ট থাকে। সোমালিয়ার পাসপোর্ট থাকলে মাত্র ৩৬টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। লিবিয়া, নেপাল এবং প্যালেস্তাইনের পাসপোর্ট থাকলে ৪০টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। ৪২টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে যদি বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্ট থাকে। ইরান, লেবানন, নাইজেরিয়া ও সুদানের পাসপোর্ট থাকলে মাত্র ৪৫টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। শ্রীলঙ্কার পাসপোর্ট থাকলে মাত্র ৪৩টি দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে। অর্থাৎ, ভারতের ২ পড়শি দেশ আফগানিস্তান ও পাকিস্তানের অবস্থা সত্যি নড়বড়ে। কারণ, শক্তিশালী পাসপোর্টের তালিকা বিচার করলে দেখা যাবে এসব দেশের অনেক পেছনে পড়ে আছে পাকিস্তান ও আফগানিস্তান।

Related Articles