দেশ

জাহাজডুবি থেকে রক্ষা, ভারত-পাকিস্তানের যৌথ অভিযানে সাফল্য

India-Pakistan joint operation to save ship from sinking aboard successful

Truth Of Bengal: উত্তাল সমুদ্রে জাহাজডুবির থেকে উদ্ধার ১২ জন। পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থার একটি বিমান ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজকে এই অভিযানে সহযোগীতা করেছে। উদ্ধার হওয়া ১২ জনকেই নিয়ে যাওয়া হয়েছে গুজরাটের পোরবন্দরে। জানা যায়, গত ২ ডিসেম্বর গুজরাটের পোরবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হয়েছিল পণ্যবাহী জাহাজ।

আরবসাগরে আচমকাই প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবতে বসে ওই বাণিজ্যিক জাহাজটি।গুজরাটের পোরবন্দর থেকে আরবসাগরের ওই অঞ্চলটি প্রায় ২৭০ কিলোমিটার পশ্চিমে বলে জানা যাচ্ছে। ভারতের জলসীমার বাইরে সমুদ্রের ওই অঞ্চলটি। ডুবন্ত, সেই জাহাজ থেকেই প্রথমে মুম্বইয়ের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে উদ্ধারের জন্য চাওয়া হয়েছিল সাহায্য। সেখানে ভারত পাকিস্তান দুই দেশেরই নিজ নিজ যোগাযোগ কেন্দ্র রয়েছে। এই সাহায্য চাওয়ার পরই তৎক্ষনাৎ সেই তথ্য পৌঁছে দেওয়া হয় গুজরাটের গান্ধীনগরে উপকূলরক্ষা বাহিনীর উত্তরপশ্চিমাঞ্চলীয় সদর দফতরে। সেই তথ্যের পরই উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘সার্থক’কে উদ্ধারকাজে পাঠানো হয়।

পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থার যোগাযোগ কেন্দ্রেও পৌঁছে দেওয়া হয় খবর। তখনই দ্রুত গতিতে পাকিস্তান থেকে উদ্ধার অভিযানে সহযোগীতা করা হয় বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়। পাকিস্তানি সমুদ্র নিরাপত্তার একটি বিমানকে ওই সাহায্যের জন্য পাঠানো হয়। দুর্ঘটনাস্থলে ‘সার্থক’ পৌঁছনোর আগেই ডুবন্ত ১২ জাহাজটিকে ত্যাগ করেন ১২জন। একটি ছোট নৌকায় আশ্রয় নেন তারা। তাদের প্রত্যেককেই উদ্ধার করে উরপকূলরক্ষী বাহিনী। পরবর্তী সময়ে বিবৃতি দিয়ে বারত-পাকিস্তানের এই যৌথ অভিযানের কথা জানিয়ে, সেটাকে মানবিক উদ্ধার বলে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে।

Related Articles