দেশ

দেনায় জর্জরিত মালদ্বীপের পাশে ভারত, ঋণ মেটাতে বাড়তি সময়

India next to debt-ridden Maldives, extra time to pay off debt

The Truth of Bengal: সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছে না মালদ্বীপের। এখন চিনের সঙ্গে বন্ধুত্ব বেড়েছে এই দ্বীপ রাষ্ট্রের। সেই মালদ্বীপ ভারতের কাছে ঋণ মকুবের আর্জি জানিয়েছিল। মালদ্বীপের এই আবেদনে সাড়া দিয়ে ঋণ মেটানোর জন্য আরও বেশি সময় দেওয়া হল। গত ৮ মে ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। দু’দিনের সফরে এসে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন তিনি। সফর শেষে দেশে ফিরে তিনি জানান, ঋণ মেটানোর সময়সীমা বাড়ানোর আর্জিতে সাড়া দিয়েছে ভারত।

মালদ্বীপের আগের সরকার ভারতের থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। সেই টাকা দেশের পরিকাঠামো পুনর্গঠনের কাজে ব্যয় করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে সেই ঋণের থেকে ৫০ মিলিয়ন ডলার শোধ করেছে মালদ্বীপ। এখনও বাকি থাকা ১৫০ মিলিয়ন ডলারের ঋণ শোধ এখন সম্ভব হচ্ছে না মালদ্বীপের পক্ষে। তাই বাড়তি সময় চাওয়া হয় ভারতের কাছে। ভারত তাতে কিছুটা সাড়া সময়সীমা বাড়িয়েছে।

ভারতের সঙ্গে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটিয়ে মালদ্বীপ এখন চিনের বন্ধু হয়েছে। কয়েকদিন আগে মালদ্বীপ থেকে সেনা সরিয়েছে ভারত। এমন আবহে মালদ্বীপ মনে করেছিল ভারত হয়তো তাদের আবেদনে সাড়া দেবে না। কিন্তু, দেখা গেল ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কয়েক মাস আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু বলেছিলেন, ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্য করে এসেছে। তাই মইজু আশা করে বলেছিলেন, ভারতের থেকে আগের সরকার যা ঋণ নিয়েছিল তা মকুব করে দেবে নয়াদিল্লি। ঋণ মকুব না করলেও মেটাতে বাড়তি কিছুটা সময় দিয়েছে ভারত। যা অনেকটাই স্বস্তির মালদ্বীপের জন্য।

Related Articles