জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভারতের কাছে ক্ষমা চাইতে হবে! ব্রিটিশ পার্লামেন্টে উঠল দাবি
India must apologise for Jallianwala Bagh massacre! Demand raised in the British Parliament

Truth Of Bengal: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য অবশেষে ব্রিটেন কি ক্ষমা চাইবে? ১০৬ বছর পর ব্রিটিশ সরকারের কাছে সরকারিভাবে ক্ষমা চাওয়ার দাবি তুললেন সেদেশের বিরোধী দলের সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর মতে, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ গণহত্যা একটি কালো অধ্যায়, এবং ভারতের কাছে ব্রিটেনের ক্ষমা চাওয়া উচিত।
বৃহস্পতিবার ব্রিটিশ হাউস অফ কমন্সে ভাষণ দিতে গিয়ে ব্ল্যাকম্যান বলেন, “১৯১৯ সালের ১৩ এপ্রিল, নিরীহ মানুষ জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিলেন শান্তিপূর্ণভাবে। কিন্তু জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে ১৫০০ মানুষ প্রাণ হারান, আহত হন আরও ১২০০ জন। এটি নিছক একটি হত্যাকাণ্ড ছিল না, ছিল নিষ্ঠুর দমননীতি।”
ব্রিটিশ সাংসদ ব্ল্যাকম্যান সরাসরি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন – “ব্রিটিশ সরকার কি এই নৃশংসতার জন্য ভারতের কাছে ক্ষমা চাইতে পারে না?”
প্রসঙ্গত, ব্রিটেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। ২০১৯ সালে, হত্যাকাণ্ডের শতবর্ষে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে কেবল দুঃখপ্রকাশ করে বলেছিলেন, “এটি ব্রিটিশ ভারতের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়, যার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।” একই বছর ভারতে ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক আস্কিথ জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান এবং বলেন, “এই গণহত্যার জন্য ব্রিটেন আজও লজ্জিত।”
ব্রিটিশ সরকার অতীতে একাধিকবার দুঃখপ্রকাশ করলেও, আনুষ্ঠানিক ক্ষমার পথে হাঁটেনি। এখন প্রশ্ন উঠছে, ১০৬ বছর পর কি ব্রিটেন সত্যিই ক্ষমা চাইবে, নাকি আবারও শুধু দুঃখপ্রকাশ করেই দায় সেরে নেবে? আন্তর্জাতিক মহলে এই বিতর্ক এখন নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।