মহিলাদের ভোটদানের নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ হয়েছে ভারত
India has become the largest country in the world in terms of women voting

The Truth of Bengal: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে নজির বিহিন ফল করেছে ভারতের নারীশক্তি। মহিলাদের ভোটদানের নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ হয়েছে ভারত। এই বিষয়ে ২০১৯ নির্বাচনকে পিছনে ফেলে দিয়েছে ২০২৪ এর ভোট। এই ঐতিহাসিক ঘটনা আশাপ্রদ হলেও গতবারের তুলনায় কিছুটা হলেও কম মহিলা এবার সংসদে যাচ্ছেন। ২০১৯ এর লোকসভা ভোটে জয়ী হয়ে সংসদের সম্মাননীয় আসনে বসেছিলেন ৭৮ জন মহিলা সাংসদ। এবার তা কমে হয়েছে ৭৪। তবে এই বিষয়ে এগিয়ে রয়েছে বাংলা। এ রাজ্য থেকেই সব থেকে বেশি ১১ জন মহিলা সংসদে যাচ্ছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৯৭ জন প্রার্থী ২০২৪ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব থেকে বেশি মহিলা প্রার্থী বিজেপির। ৬৯ জন। এর পরেই কংগ্রেসের ৪১ জন। লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ বিল পাস হওয়ার পর এটাই ছিল প্রথম নির্বাচন। যদিও বিল পাস হলেও আইন কার্যকর হয়নি এখনও পর্যন্ত। হয়তো সেই কারণেই শতাংশের হারে ভারতীয় সংসদে নারীশক্তির উপস্থিতি মোটে ১৩.৬২ শতাংশ। ২০১৯ সালের ১৭তম লোকসভা নির্বাচনে যা ছিল সামান্য বেশি ১৪ শতাংশ। তবে ধাপে ধাপে মহিলা সাংসদদের সংখ্যায় উন্নতি হচ্ছে দেশে। ১৫, ১৬ এবং ১৭তম সাধারণ নির্বাচনে মহিলা সাংসদ হন যথাক্রমে ৫২, ৬৪, ৭৮ জন। এবার সামান্য কমে ৭৪ জন।