আন্তর্জাতিকদেশ
Trending

‘অন্য দেশে টার্গেট কিলিংয়ে ভারত সরকারের ভূমিকা নেই’, রিপোর্টের কড়া জবাব বিদেশমন্ত্রকের

India dismisses report on targeted killings in Pakistan

The Truth of Bengal: অন্য দেশের মদতে ভারতে সন্ত্রাস চালিয়ে এখন আর পার পাওয়া যায় না। ভারত এখন নিজের মতো করে যোগ্য জবাব দিচ্ছে সন্ত্রাসবাদীদের। পাকিস্তানের মাটিতে একের পর এক সন্ত্রাসবাদীকে খতম করা হচ্ছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য একটি কৌশল নিয়েছে। কৌশলের অংশ হিসাবে পাকিস্তানে গোপন অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে ২০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই অভিযোগ বিদ্বেষপূর্ণ ও ভারত বিরোধী প্রচার।

ভারতের বিদেশ মন্ত্রক ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, অন্যান্য দেশে লক্ষ্যবস্তু হত্যা ভারত সরকারের নীতি নয়। প্রতিবেদনে তোলা অভিযোগ অভিযোগ বিদ্বেষপূর্ণ ও ভারত বিরোধী প্রচার। অন্যান্য দেশে টার্গেট কিলিংয়ে ভারত সরকারের কোনও ভূমিকা নেই।

‘দ্য গার্ডিয়ান’ প্রতিবেদনে দাবি করেছে উভয় দেশের দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের দেওয়া নথির ভিত্তিতে এই রিপোর্ট। বলা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) ২০১৯ (পুলওয়ামা হামলার ঘটনা) সালের পরে জাতীয় নিরাপত্তার মজবুত করার উদ্যোগ নেয়। বিদেশে থাকা শত্রুদের নির্মূল করার জন্য পদক্ষেপ শুরু করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস দ্বারা নিয়ন্ত্রিত। যাদেরকে ভারতের শত্রু মনে করে তাদের টার্গেট করার জন্য দিল্লি অভিযান শুরু করেছে। এই অভিযোগের কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই অভিযোগ বিদ্বেষপূর্ণ ও ভারত বিরোধী প্রচার।

FREE ACCESS

Related Articles