দেশ

ভারতেও ইরান-ইজরায়েল যুদ্ধের ছায়া, ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল উড়ান পরিষেবা

India cancels flight services till April 30, shadow of Iran-Israel war

The Truth of Bengal: ইরান-ইজরায়েল সংঘাতে নতুন করে যুদ্ধের মেঘ ঘনিয়েছে মধ্যপ্রাচ্যে। তার আঁচ এবার এসে পড়ল  ভারতেও। এই যুদ্ধের আবহেই এবার ৩০ এপ্রিল পর্যন্ত ইজরায়েলের রাজধানীতে যাতায়াতের সমস্ত বিমান বাতিলের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। ১ এপ্রিল দামাস্কাসে ইরানের দূতাবাসি হামলা চালিয়েছিল আইডিএফ। সেই ঘটনায় ১৩ জন মৃতদের মধ্যে ছিলেন ২ জন ইরান সেনাকর্তা। পাল্টা ১৩ এপ্রিল ইজরায়েলকে নিশানা করে ড্রোন ও ক্ষেপনাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।

সেই আক্রমনে চালিয়েই অভিযানে ইতি পড়ে। তেহরানের তরফে জানানো হয়, তাদের উদ্দেশ্য পুরণ হয়েছে, তাই অভিযান শেষ তাদের। তবে সেদেশের হুশিয়ারি, ইজরায়েল পাল্টা হামলা চালালে তার তার জবাব হবে ভয়ঙ্কর। বর্তমানে ইরান-ইজরায়েলের এই সংঘর্ষে গোটা দেশ কার্যত হয়ে রয়েছে উদ্বিগ্ন। এবার নতুন করে ফের যুদ্ধের মেঘ ঘনিয়েছে মধ্যপ্রাচ্যে। তার আঁচ পড়তে চলেছে ভারতেও। এই আবহে ৩০ এপ্রিল পর্যন্ত ইজরায়েলের রাজধানী তেল আভিভে যাতায়াতের যাবতীয় উড়ান এয়ার ইন্ডিয়া বাতিল করল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতর কথা মাথায় রেখে শুক্রবারই জানিয়ে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফে এইকথা। ইজরহায়েলের ওই শহরে যাওয়া আসার উড়ান বাতিল হয়েছে। ইতিমধ্যেই গোটা পরিস্থিতর উপর নজর রাখার কথাও জানিয়েছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া জানায় টিকিট কাটা যাত্রীদের সাহায্য করবে এয়ার ইন্ডিয়া। টিকিট বাতিলের জন্য তাদের থেকে নেওয়া হবে না অতিরিক্ত টাকা। যাত্রী ও উড়ানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাছে অগ্রাধিকারের মূল বিষয় বলেও জানিয়েছে ওই বিমান সংস্থা।

Related Articles