গরমের দাপট! এপ্রিল- মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ
India braces for hotter summer, more heatwave days from April to June

Truth Of Bengal: দেশ জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যত দিন এগোবে ততই মধ্য, পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলে চলবে তাপপ্রবাহ। পশ্চিম ও পূর্ব ভারতের কয়েকটি অঞ্চল বাদে দেশের প্রতিটি জায়গায় তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী।
এই প্রসঙ্গে ভারতের আবহাওয়া বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চলতি বছর মাত্রাতিরিক্ত গরম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উত্তর ও পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলবে।
কোন কোন রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ?
রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাডুতে।
উল্লেখ্য, গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুৎতের খরচ। বিশেষজ্ঞদের মতে, চলতি বছর গ্রীষ্মে সর্বোচ্চ বিদ্যুতের ব্যবহার ৯ থেকে ১০ শতাংশ বাড়বে। কারণ, বর্তমান সময় পরিবার থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে চরম তাপমাত্রা মোকাবিলার জন্য শীতলতাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অর্থাৎ এসি ব্যবহার করা হয়ে থাকে। তাতেই বিদ্যুৎতের ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।