
The Truth Of Bengal: বিহারে পালা বদল ঘটেছে। ফের বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছেন নীতিশ কুমার। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বিহার পৌঁছলেন রাহুল গান্ধী। নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ। নীতিশ কুমারের দলবদলে ইন্ডিয়ার কোন ক্ষতি হবে না সাফ জানালেন রাহুল।
রাহুল গান্ধী নেতৃত্বে আবারো দেশজুড়ে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মনিপুর থেকে এই যাত্রা শুরু হয়েছিল। সোমবার সকালে উত্তর দিনাজপুরের সোনাপুর থেকে যাত্রা শুরু হয়ে সকাল ১১টা নাগাদ বিহারের কিষাণগঞ্জে পৌঁছয়। এমন সময় এই যাত্রা বিহারে পৌঁছল তার কয়েক ঘণ্টা আগেই রাজ্যের সরকারের বদল ঘটেছে। নীতীশ কুমার নেতৃত্বাধীন যে সরকার ছিল আরজেডি ও কংগ্রেসের সমর্থনে তা রাতারাতি ভোলবদলে বিজেপির সমর্থনে হয়ে গিয়েছে। বিজেপির সমর্থন নিয়ে নীতীশ কুমার নতুন করে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আর এইরকম এক রাজনৈতিক মুহূর্তে রাহুল গান্ধীর বিহার যাত্রা।
২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকেই কিষাণগঞ্জ লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে রয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা মঙ্গলবার পূর্ণিয়া এবং বুধবার কাটিহার দিয়ে যাবে। দু’টি জেলাই জেডিইউ-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। যখন যাত্রা শুরু হয়েছিল, তখন এই এলাকাগুলি কংগ্রেসের ‘পক্ষে’ ছিল। কিন্তু এখন সমীকরণ বদলেছে। ৩১ জানুয়ারি বিহার থেকে ফের বাংলায় ঢুকবে রাহুলের যাত্রা। মালদহের সুজাপুর হয়ে এগোবে তা। তার পর প্রবেশ করবে ঝাড়খণ্ডে। আর বিহার পৌঁছে এদের রাহুল গান্ধী বিজেপি ও নিতিশ কুমারের দলের কড়া সমালোচনা করেন। রাহুল গান্ধী বলেন এই ভোলবদল ইন্ডিয়া জোটের কোন ক্ষতি করতে পারবে না। বিহারের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন।