
The Truth of Bengal: চলতি বছরেই লোকসভা নির্বাচন। সেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি দল নিজের নিজের স্ট্র্যাটেজি গুছিয়ে নিচ্ছে। এবার নির্বাচনের স্ট্রাটেজি ঠিক করতেই শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বিরোধী শিবিরকে কী কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় তার এজেন্ডাই মূলত ঠিক হবে এই বৈঠকে। অবশ্য এই বৈঠক ভার্চুয়ালি হবে বলেই জানা গিয়েছে। উল্টোদিকে রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুতরাং ঠিক তার আগেই ইন্ডিয়া জোটের এই বৈঠক ওয়াকিবহুল মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে এই বৈঠকে। প্রথমত, কোন রাজ্যে কীভাবে আসন ভাগাভাগি হবে সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই বিহারের আসনরফা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এক্ষেত্রে বাকি অন্যান্য রাজ্যগুলি কী অবস্থান নেবে তা আলোচনার মূল বিষয়। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের পূর্বে কোন কোন এজেন্ডা নিয়ে এগোনো হবে সেটা নিয়েও আলোচনা হতে চলেছে। তৃতীয়ত, ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। যদিও আপাতত আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২৪ এর নির্বাচনের আগে নিজেদের রোডম্যাপ সাজানোর জন্য বিভিন্ন শহরে বিভিন্ন বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের শরিকরা। শেষবার দিল্লিতে গত মাসে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শেষ মুহূর্তে সামনাসামনি নয় ডাকা হয়েছে ভার্চুয়াল বৈঠক। ফলতো বর্তমানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিনিধি ইন্ডিয়া জটের বৈঠকে উপস্থিত থাকবেন কি না সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।