দেশ

৩৫৪ কোটি নগদ টাকা উদ্ধার, টাকা উদ্ধারে সর্বকালীন রেকর্ড দেশে

Money recovered from Congress MP's

The Truth of Bengal: এর আগে কোনও এক জায়গা থেকে এত নগদ টাকা উদ্ধায় হয়নি। টাকা উদ্ধারে সর্বকালীন রেকর্ড হল ওড়িশায়। কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ টাকার অঙ্ক ৩৫৪ কোটি! টানা ৬ দিন ধরে ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলাজুড়ে আয়কর তল্লাশি অভিযান চলছে। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের রাঁচির প্রাসাদোপম বাড়ি, অফিস, কারখানা-সহ একযোগে ৯টি জায়গায় তল্লাশি শেষ হতে চাইছে না। যেখানে হানা দিচ্ছেন আধিকারিকরা, সেখানেই টাকা মিলছে। আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৩৫৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।

গত বুধবার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাউয়ের ঝাড়খণ্ড ও ওড়িশার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তল্লাশির প্রথম দিনেই বিপুল টাকা উদ্ধার হয়। আনা হয় টাকা গোনার মেশিন। টাকা গুনতে আনা হয়েছিল ৪০টি মেশিন। সেই সব মেশিনে টাকা গুনে শেষ করা যাচ্ছে না। টানা কয়েকদিন ধরে টাকা গোনার পর দেখা যাচ্ছে উদ্ধার হওয়া টাকার অঙ্ক সব রেকর্ড ভেঙে দিইছে।

আয় বহির্ভূত সম্পত্তির সূত্র ধরে ওড়িশার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও তার সঙ্গে যুক্ত নানা দোকানে অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের বোকারো ও রাঁচির পাশাপাশি ওড়িশার সম্বলপুর ও সুন্দরগড়েও তল্লাশি চালানো হয়। সেই সূত্রে ঝাড়খণ্ডের সাংসদ ধীরজ সাউয়ের নাম উঠে আসে। তিনি এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাউয়ের মালিকানাধীন বলদেব সাউ গ্রুপ অফ কোম্পানিজ, বুদ্ধ ডিস্টিলারিস প্রাইভেট লিমিটেড এবং বুদ্ধ দিয়া ডিস্টিলারিস প্রাইভেট লিমিটেডের অফিস ও কারখানায় হানা দেন আয়কর দফতরের অফিসাররা। হানা দেওয়া সব জায়গা থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩৫৪ কোটি টাকা।

Related Articles