শুরুতেই ঝড়, সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের
In the beginning, the storm, the protest in the Parliament square of the India Alliance

The Truth Of Bengal: সাংসদ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন শপথ নিচ্ছেন, তখন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধীদের। নিট-নেট সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন ইন্ডিয়া জোটের সাংসদরা। শপথ নেওয়ার আগে এদিন ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের কাছে সহযোগিতার বার্তা দেন। প্রধানমন্ত্রী সেই আর্জি উড়িয়ে প্রথম থেকেই সরকারকে চেপে ধরার কৌশল নেন বিরোধীরা। বুঝিয়ে দেন, বিরোধী শক্তি শক্তিশালী হওয়ায় প্রথম থেকেই সংঘাতের আবহ থাকবে। কোনও ইস্যুতে আর ছেড়ে কথা বলা হবে না সরকারপক্ষকে।
সংসদ চত্বের ধরনায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূল সাংসদদের। গান্ধি মূর্তির পাদদেশে ইন্ডিয়া জোটের সাংসদদের মিলিত বিক্ষোভে প্রথম দিন থেকেই সংসদে ঝড়ের পূর্বাভাস দিল। বিরোধীদের এই চাপে এখন দেখার সরকার পক্ষের অবস্থান কী হয়। প্রথম দু’দিন নব নির্বাচিত সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আগামী ২৬ জুন হবে স্পিকার নির্বাচন। তারপর আছে রাষ্ট্রপতির ভাষণ।
সব মিটলে রেল দুর্ঘটনা, নিট ও নেট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরকার পক্ষের দিকে সাঁড়াশি আক্রমণ চালাবে বিরোধীরা। প্রোটেম স্পিকারকে সহায়তা করতে চেয়ারপার্সনদের একটি প্যানেল গড়া হয়। যার মধ্যে আছেন কংগ্রেস নেতা কে সুরেশ, ডিএমকে নেতা টিআর বালু, বিজেপি সদস্য রাধা মোহন সিং এবং ফাগগান সিং কুলাস্তে এবং তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা এই দায়িত্ব পালন করেনি। বদলে তাঁরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভে শামিল হন।