দেশ

ভোপালে উদ্ধার বিপুল পরিমাণ সোনার গহনা সহ অর্থ, বড় সাফল্য আয়কর আধিকারিকদের

In Bhopal, a large amount of gold jewelry and money were recovered, and the officials were successful

Truth Of Bengal: ভোপালে আয়কর দফতরদের বড়সড় সাফল্য। জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৫২ কেজি শোনা সহ নগদ ১৫ কোটি টাকা। এই ঘটনা আয়কর দফতরের বড়সড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রদেশের রাজধানী  ভোপালের কাছে অবস্থিত মেনডোরির জঙ্গলে বিরাট অভিযান চালানো হয়। আর তারপরেই জঙ্গল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ সহ সোনার গহনা।

জানা যায় একটি গাড়ির ভিতর থেকে পাওয়া যায় এতো বিপুল পরিমাণ অর্থ। বেশ কিছু দিন আগেই দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড দমনে আয়কর আধিকারিকরা অভিযানে নেমেছিল।

এই অভিযানে সাহায্য করেছে প্রায় ১০০ জনের মতো পুলিশ। পুলিশ ও আয়কর আধিকারিকদের যৌথ সহযোগিতায় এই মিশন সফল হয়েছে বলে মনে করা হয়েছে। এই অভিযান চালানো হয়েছে লোকায়ুক্ত এবং আয়কর বিভাগের যৌথ পদক্ষেপে।

উদ্ধার হওয়া সোনা আর বিপুল পরিমাণ অর্থ আপাতত আয়কর দফতরের হেফাজতে রাখা আছে। এই বিষয়ে এখনও তদন্ত করছে আয়কর দফতর। এই গাড়ি কার বা কিভাবে এলো এতো বিপুল পরিমাণ টাকা , কারা রেখে গেছে সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকি এতো টাকা আর এই বিপুল পরিমাণ সোনা কি কাজে ব্যবহার করা হত সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গতও, কয়েকদিন আগেও ভোপাল ও ইন্দোরের বড় নির্মাণ সংস্থার ৫১ টি স্থানে আয়কর দফতরের আধিকারিকরা অভিযান চালিয়েছিল, সেখানেও বেশ কিছু পরিমাণ অর্থ ও বেশ কিছুপরিমাণ সোনা উদ্ধার হয়েছিল। এই নির্মাণ সংস্থার বিরুদ্ধে অনেক আগে থেকেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আর তারপরেই সেই জায়গায় হানা দেয় আয়কর আধিকারিকরা।

Related Articles