পানীয় জলের অপচয় রুখবে আইআইআইটি হায়দরাবাদের মনিটরিং যন্ত্র
IIIT Hyderabad monitoring device to prevent wastage of drinking water

Truth Of Bengal: গোটা বিশ্বেই পানীয় জলের অপচয় এক বিরাট সমস্যা। কোথাও বিপুল পরিমাণ পানীয় জল অপচয় হয়, কেউ খাবার জল বাড়ির দৈনন্দিন কাজের জন্য জল ব্যবহার করেন, কেউ আবার জলের অভাবে হাহাকার করে মরে। এই পরিস্থিতিতে পানীয় জলের অপচয় রুখতে অভিনব উপায় বাতলেছেন আইআইআইটি হায়দরাবাদের স্মার্ট সিটি লিভিং ল্যাবের একদল গবেষক।
তাঁরা অভিনব স্মার্ট মনিটরিং যন্ত্র তৈরি করেছেন। ‘Analog Meter Raspberry Pi Camera’ নামক ওই স্মার্ট যন্ত্র পানীয় জলের ব্যবহার নিয়ে রিয়েল টাইম তথ্য দেবে। আগে থেকে লাগিয়ে রাখা জলের।মিটারে বসানো যাবে এই স্মার্ট যন্ত্র। মিটার রিড করতে বা তথ্য সংগ্রহ করতে পাই ক্যামেরা ব্যবহার করবে। সংগৃহীত তথ্য ওয়াইফাই সুবিধার মাধ্যমে সার্ভারে পাঠিয়ে দেবে। কত পরিমাণে পানীয় জল ব্যবহার ও অপচয় হচ্ছে সে সম্পর্কে রিয়েল টাইম তথ্যের আপডেট মিলবে।
স্মার্ট সিটি লিভিং ল্যাবরেটরির মুখ্য স্থপতি ভি অনুরাধা জানান, ‘আমাদের স্মার্ট যন্ত্রে সেন্সর লাগানো থাকবে। ট্যাঙ্কে কতটা পরিমাণ জল রয়েছে তা জানা যাবে। ২ বছর ধরে একটানা গবেষণা চালানোর পর আমাদের গবেষকরা এই যন্ত্র তৈরি করেছেন। প্রোটোটাইপের দাম ৫ হাজার টাকা। বাণিজ্যিক উৎপাদনে দাম আরও কমবে। কোনো জায়গায় বেশি জল খরচ হলে বা কোথাও পানীয় জলের পাইপে লিক থাকলে তাও জানাবে স্মার্ট যন্ত্র।’