দেশ

মোদি ফের ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন, বিস্ফোরক কেজরিওয়াল

If Modi comes back to power, Bengal Chief Minister Mamata Banerjee will also be sent to jail, says Kejriwal

The Truth of Bengal: জেল থেকে বেরানোর চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর চাঞ্চল্যকর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন৷ শুধু মমতা একা নন, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, তেজস্বী যাদব সহ বিরোধী নেতাদেরও একই অবস্থা হবে বলে দাবি করেছন কেজরীওয়াল৷ পাশাপাশি, কেজরিওয়ালের দাবি, বিরোধী শিবিরের মতো বিজেপির কয়েকজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎও নষ্ট করে দেবন প্রধানমন্ত্রী৷ এমন কি, বিজেপি ভোটে জিতলে আগামী ছ মাসের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন কেজরিওয়াল৷

Related Articles