
The Truth of Bengal: উড়ন্ত বিমানে স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে জরুরি অবতরণ দিল্লি বিমান বন্দরে। এর জেরে মিউনিখ থেকে ব্যাঙ্ককগামী লুফথানসার একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হল দিল্লিতে। স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার জেরে বিমানের জরুরি অবতরণ। ঘটনাটি ঘটেছে মাঝ আকাশে। বাকি যাত্রীরা বিশেষ অসুবিধার মুখোমুখি হয়।
স্কুল যাত্রী ফ্লাইট কর্তৃপক্ষকে দোষারোপ করতে শুরু করে। বুধবার সকালে এই ঘটনার জেরে বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করা হয়। এরপর রাজধানী পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। জানা গিয়েছে, লুফৎহানসা এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইট LH772 মিউনিখ থেকে ব্যাঙ্ককে যাচ্ছিল। মাঝ আকাশে স্বামী -স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়।
একসময় তা হাতাহাতিতে পৌঁছয়। বাধ্য হয়ে বিমানটি পাকিস্তানে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়।কিন্তু করাচি বা লাহোর কোনও বিমানবন্দরেই অবতরণ সম্ভব হয় না। এরপর দিল্লি বিমানবন্দরে যোগাযোগ করলে কর্তৃপক্ষ অনুমতি দেয়। এরপরেই মাত্রারিতিক্ত আক্রমনাত্বক থাকার কারণে শুধুমাত্র স্বামীকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।