দেশ

সীতামঢ়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাস খাদে পড়ে বহু আহত

Horrific road accident in Sitamarhi, many injured as bus loaded with passengers falls into ditch

Truth Of Bengal: সোমবার সকালে বিহারের সীতামঢ়ী জেলার প্রেম নগর চকের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জল ভর্তি গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সূত্রের খবর, উক্ত বাসটি সীতামঢ়ী থেকে মুজফ্ফরপুরের দিকে যাচ্ছিল। প্রেম নগর চকের কাছে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ডজনখানেক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসটির নম্বর ছিল BRPE 3274, এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রায় এক ঘণ্টা পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে পৌঁছালে চালককে আটক করা সম্ভব হতো। চালকের অসতর্কতার কারণেই এই বড় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

Related Articles