দেশ

হাড়হিম হত্যাকান্ড! লিভ ইন সঙ্গীকে ধর্ষণ-খুনের পর দেহ ৫০ টুকরো করল কসাই

Horrific murder! Butcher cuts body into 50 pieces after raping and murdering live-in partner

Truth Of Bengal: নিজের লিভ ইন সঙ্গীকে প্রথমে ধর্ষণ পরে খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করে ফেলল পেশায় কসাই৷ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়৷ ২৫ বছর বয়সি ওই অভিযুক্ত যুবক তামিলনাড়ুতে মাংস কাটার কাজ করত বলে জানা গিয়েছে। নিজের লিভ ইন সঙ্গীর দেহ ফালাফালা করে চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো কেটে একটি জঙ্গলে ফেলে আসে অভিযুক্ত যুবক।

এরপরে একটি কুকুরের মুখে মানুষের কাটা হাত নজরে আসতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ এক সূত্র মারফত খবর পাওয়া গেছে, তামিলনাড়ুতে থাকার সময় গত কয়েক বছর ধরে ঝাড়খণ্ডের খুঁটি জেলার বাসিন্দা ২৪ বছর বয়সি এক তরুণীর সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়েছিল নরেশ৷ তবে কিছুদিন আগেই বাড়ি ফিরে ওই তরুণীকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে নরেশ৷ এর পর স্ত্রীকে না নিয়ে তামিলনাড়ু ফিরে গিয়ে আবারো ওই তরুণীর সঙ্গে সে থাকা শুরু করে। তরুণী নরেশকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকলে শেষমেশ তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করে অভিযুক্ত।

গত ৮ নভেম্বর তরুণীকে নিয়ে খুঁটিতে ফিরে আসে নরেশ৷ বাড়িতে না  ফিরে ওই তরুণীকে নিয়ে এলাকার একটি জঙ্গল ঘেরা জায়গায় নিয়ে গিয়ে অপেক্ষা করতে বলে ধারাল অস্ত্র কিনে আনে নরেশ৷ তারপরে তরুণীকে লাগাতার ধর্ষণ করে পরে গলায় একটি ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাট করতে তরুণীর দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলেই ফেলে নিজের বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গেই থাকতে শুরু করে অভিযুক্ত নরেশ। জঙ্গলে তরুণীর ব্যাগের মধ্যে থাকা আধার কার্ডের সূত্র ধরে পুলিশ তরুণীর মাকে ডেকে পাঠায়৷ এরপরে তদন্তে নেমে অভিযুক্ত নরেশকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

Related Articles