লন্ডনে লঙ্কাকাণ্ড! এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সদস্যকে হোটেলে নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ
Horrific allegations of torture of Air India cabin crew member at hotel

Truth Of Bengal : এবার এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু সদস্যকে শারীরিক নির্যাতন করার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল বিশ্বজুড়ে। অভিযোগ,লন্ডনের একটি হোটেলে মহিলা কেবিন ক্রু সদস্যের ঘরে ঢুকে শারীরিকভাবে লাঞ্চনা করা হয়।এয়ারলাইন সংস্থা বিবৃতি জারি করে মহিলা কেবিন ক্রুর ঘরে অবাঞ্চিত প্রবেশের কথা মেনে নিয়েছে।এই ধরণের ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে বিবৃতি জারি করেছে।
The news report 👇🏾pertaining to the sexual assault on an @airindia Crew Member in London is very disturbing.
What makes it even more galling is that the Cabin Crew had been repeatedly complaining about the lack of Security in the hotel in London , inadequate lighting and the…
— Manish Tewari (@ManishTewari) August 18, 2024
এবিষয়ে আরও জানা গেছে, গভীর রাতে,লন্ডনের একটি হোটেলে ঘটে এই ঘটনা।সেই বিষয় নিয়ে একটি বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা জানিয়েছে যে অভিযোগকারিণী ক্রু মেম্বারের সঙ্গে ঘটনা ঘটে তা মর্মান্তিক।লাঞ্চিত মহিলা কেবিন ক্রু মেম্বারকে পেশাদারী পরামর্শ সহ সমস্ত রকম সহযোগিতা প্রদান করা হবে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবৃতিতে বিমান সংস্থা আরও জানিয়েছে, “একটি বড় আন্তর্জাতিক চেইন দ্বারা পরিচালিত একটি হোটেলের ঘরে এক মহিলা কেবিন ক্রুর ওপর শারীরিক নির্যাতনের ঘটনার জন্য গভীরভাবে মর্মাহত। ঘটনাটিতে আমাদের একজন ক্রু সদস্য আক্রান্ত হয়েছেন । ’’সংস্থার তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে,স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।যাতে আইন অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে।যাতে আগামীদিনে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।