দেশ

কুলুতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল বাস

Horrific accident in Kullu, bus falls into ditch

Truth Of Bengal: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ পথদুর্ঘটনা। খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বেসরকারি বাস। কারসগ থেকে আনি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ওই বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় বাসের চালক মারা গিয়েছেন বলে খবর।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। হিমাচল প্রদেশের খুব পরিচিত পর্যটন কেন্দ্র কুলু। কুলুর কাছে আনি যাওয়ার পথে রাস্তায় টার্ন নিতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যায়। কুলু পুলিশের ডিসি তরুল এস রবিস জানান, এই দুর্ঘটনায় বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। গ্রুততার সঙ্গে উদ্ধারকার্য পরিচালনা করা হয়। উদ্ধারকারী দস ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন।

Related Articles