ওড়িশার সুন্দরগড়ে সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক
Horrible accident in Odisha's Sundargarh cement factory, many workers were buried under the rubble

Truth Of Bengal: ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাঙপুরে একটি সিমেন্ট কারখানায় লোহার কাঠামো ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই লোহার কাঠামোটি কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত হত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও ঠিক কত জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শুরু হয়েছে রাত থেকেই। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন।
#WATCH | Odisha | Labourers feared trapped at a cement factory in Sundargarh’s Rajgangpur after a part of the factory collapsed yesterday. More details awaited.
Visuals from the spot pic.twitter.com/iROXPRrGGg
— ANI (@ANI) January 17, 2025
সুন্দরগড়ের বিধায়ক রাজেন এক্কা জানিয়েছেন, কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ধ্বংসস্তূপের নীচে চার জন শ্রমিক আটকে আছেন। তবে কারখানায় থাকা ৬৪ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাজগাঙপুর থানার আইসি মনোরঞ্জন প্রধান জানিয়েছেন, “হঠাৎ করেই লোহার কাঠামোটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, কাঠামোর নীচে কয়েক জন শ্রমিক চাপা পড়েছেন।”
ঘটনাস্থলে ওড়িশা পুলিশের ডিআইজি, এসপি এবং মহকুমাশাসক পৌঁছে উদ্ধারকাজ তদারকি করছেন। স্থানীয় বিধায়ক দুর্ঘটনার জন্য কারখানার ম্যানেজারকে গ্রেফতার করার দাবি তুলেছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের অবস্থা স্পষ্ট বোঝা সম্ভব নয়।