দেশ

হর্নবিল উৎসবে মাতোয়ারা নাগাল্যান্ড  

Hornbill Festival Lnagaland

The Truth of Bengal: অপেক্ষা শেষ নাগাল্যান্ড বাসীর। ডিসেম্বর শুরুর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নাগাল্যান্ডের জনপ্রিয় উৎসব হর্নবিল। নাগাল্যান্ডের কিসামা হেরিটেজ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে হর্নবিল উৎসব। এই বছর এই উৎসবে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও কলম্বিয়া। অংশীদার রাজ্য হিসেবে অংশ নিয়েছে অসম। রাজ্যপাল লা গণেশন ও মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন চিরাচরিত বাজনা বাজিয়ে।

এই উৎসবে নাগাল্যান্ডের সব উপজাতির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে ১০ দিন ধরে। দশদিনের  এই অনুষ্ঠানে সেজে উঠেছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যে নাগা উপজাতির অন্তত ১৬ টি প্রধান সম্প্রদায় বসবাস করে। প্রতিটি উপজাতি নিজের নিজের উৎসব রয়েছে। নাগাল্যান্ড সরকারের উদ্যোগে প্রতি বছরই ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কোহিমাতে অনুষ্ঠিত হয় হর্নবিল উৎসব।

এই উৎসবে নাগাল্যান্ডের গান , নাচ, ঐতিহ্য , আচার , ইতিহাস, যুদ্ধ, খেলা , লোককাহিনী তুলে ধরা হয়। হর্ন বিল রক ফেস্টিভ্যাল’ তাই দেশের গণ্ডি পেরিয়ে হর্নবিল উৎসবকে আন্তর্জাতিক করে তুলতে সক্ষম হয়েছে। এই উৎসবটি তাই ‘ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস’-এর তকমা পেয়েছে।