দেশ

কেজরির উদাহরণ দিয়েও মিলল না জামিন, ১৭ মে পর্যন্ত জেলে হেমন্ত সোরেন

Hemant Soren is in jail till May 17

The Truth of Bengal: জামিন পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। কয়েকদিন আগে জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবন্দ কেজরিওয়াল। কেজরির অন্তর্বর্তী জামিনের উদাহরণ সামনে রেখে জামিনের আর্জি জানিয়েছিলেন হেমন্ত সোরেন। কিন্তু, তাঁর সেই আবেদন শুনল না সুপ্রিম কোর্ট।

সোমবার বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানি শুরু হয়। শুরুতেই অন্তর্বর্তী জামিনের আবেদন করেন হেমন্তের আইনজীবী কপিল সিবাল এবং অরুণাভ চৌধুরি। যক্তি হিসেবে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। সুতরাং একই যুক্তিতে আপাতত জামিন দেওয়া হোক হেমন্ত সোরেনকে। কিন্তু হেমন্তের আইনজীবীদের এই আর্জিতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। খারিজ হয়ে যায় জামিনের আবেদন। মামলার পরবর্তী শুনানি আগামি ১৭ মে।

উল্লেখ্য, জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর জামিনের প্রার্থনা করে এর আগে একাধিকবার আবেদন করা হয়। ভোটের প্রচারের জন্য তাঁর জামিন দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু, কোনওবারই তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। এবার উদাহরোন হিসেবে সামনে রাখা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের জামিনের প্রসঙ্গ। কিন্তু, তাতেও জমিন মিলল না হেমন্ত সোরেনের।

Related Articles