দেশ

প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গুজরাট! মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের

Heavy Rain in Gujrat

The Truth of Bengal: অকাল-বৃষ্টিতে বিধ্বস্ত গুজরাট। শীত পড়তে শুরু করেছে। এর মধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে। গুজরাটে অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রপাতের কারণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সুরাটে ২ জন, বানাসকন্ঠায় ২ জন, তাপিতে ২ জন, বারুচে ২ জন এবং দ্বারকা, পঞ্চমহল, সুরেন্দ্রনগর, আমরেলি, মেহসানা, আহমেদাবাদ, সবরকান্থা ও বোতাদে ১ জন করে মোট ১৬ জন রয়েছে।

রাজ্য আপৎকালীন কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ১০ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। যার ফলে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৌরাষ্ট্র অঞ্চলে বিভিন্ন ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়েছে। মোরবিতেও মৃৎশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সৌরাষ্ট্র অঞ্চলের মতো আহমেদাবাদ-সহ দক্ষিণ গুজরাটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাট সরকার এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে।

Free Access

Related Articles