আগামী ৬ দিনে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিমাচল প্রদেশে! রয়েছে হড়পা বানের সম্ভাবনা
Heavy rain forecast in Himachal Pradesh in the next 6 days! There is a possibility of Harpa Ban

The Truth Of Bengal: বিগত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশে তুমুল দুর্যোগ চলছে। আবহাওয়া দফতর পূর্বাভাস জানিয়েছে যে, এই দুর্যোগের পরিমাণ আরও বাড়তে পারে। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ৭ থেকে ১০ অগস্ট পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর। ১১-১২ অগস্ট আরও বেশ কিছু জেলায় আবহাওয়া এর থেক আরও খারাপ হতে পারে। অনুমান করা হচ্ছে মান্ডি, সোলান, সিরমৌর, উনা, শিমলা, কাংড়া, হামিরপুর, বিলাসপুর ও কুলু প্রমুখ জেলাগুলিতেই আবহাওয়ার এই নিম্ন পরিণতি ঘটতে পারে।
জানা গিয়েছে, সোমবার রাতে ঘাঘসে ৫৬, যোগীন্দ্রনগরে ৫৩, ভরবাইতে ৬৬ মিলিমিটার, গোহরে ৪৬ ও বিলাসপুরে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশের মান্ডি, কুলু, সিরমৌর, কিন্নৌর, চম্বা, কাংড়া ও শিমলা সহ আশপাশের অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগত ৬ দিন ভারী বৃষ্টি হতে পারে আর তাই যদি হয় তাহলে তাঁর জেরে ধস সহ হড়পা বানও আসতে পারে। এর সাথে বেশ কিছু জেলা প্লাবিত হতে পারে। হিমাচল প্রদেশের প্রশাসন জানিয়েছে, বৃষ্টির জেরে বহু জায়গায় ধস আছড়ে পড়েছে। ২ টো জাতীয় সড়ক-সহ প্রায় ৮৫টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। লাহুল-স্পিতিতে ৫০৫ নম্বর জাতীয় সড়ক রবং কিন্নৌরে ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ যাওয়ায় থমকে।