দেশ

দেশ জুড়ে ভোট উৎসব, সঙ্গে জারি তীব্র তাপপ্রবাহ সর্তকতা

Heatwave Warning

The Truth of Bengal: চলতি সপ্তাহের শেষেও ফের তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। এপ্রিল মাসের শেষের দিকে আরও ৬ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। দেশ জুড়ে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই আবহে তাপপ্রবাহ, কিভাবে মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিতে পারবে তা নিয়ে চিন্তিত কমিশন।

গরমের দহনজ্বালায় কেবল পশ্চিমবঙ্গ নয়, পুড়ছে পড়শি রাজ্য সহ একাধিক রাজ্য। চলতি সপ্তাহেও বৃষ্টিপাতের কোন আশা নেই। এমনকি ফের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এপ্রিলের শেষের দিকে বাড়বে আরও গরম এমনই আভাস মৌসম ভবনের। বাড়বে আরও ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। এইদিকে দেশ জুরে চলছে ভোট উৎসব। ২০২৪ লোকসভা নির্বাচন হচ্ছে ৭ দফাতেই। প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। এই ভোট উৎসবের আবহে তাপপ্রবাহের থাবা। যে কারণে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ কম অংশ নিতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের। প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে পরিমাণ ভোট গৃহীত হয়েছে তা গত বারের নির্বাচনে প্রথম দফার ভোটের চায়তে কম। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের দাবি, গ্রীষ্মের দাবদাহের কারণে ভোট দিতে অনেকেই যাচ্ছেন না। যে কারণে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশন।

এখনই মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ,ওড়িশা,বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে আগামী কয়েকদিন চলবে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়বে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ দিন ধরেই চলবে এই অবস্থা। আর কয়েকদিনের মধ্যে কর্ণাটক ও গোয়াতেও বৃদ্ধি পাবে তাপপ্রবাহ। ২৬ এপ্রিল যে সমস্ত আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে সেখানে ইতিমধ্যেই তাপপ্রবাহের কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানীয় জল থেকে শুরু করে ভোটারদের বারবার পরামর্শ দেওয়া হয়েছে সকাল সকাল ভোট দেওয়ার ক্ষেত্রে। তবে দিনের বেলা এই চড়া রোদে কত জনই বা আসবেন ভোট দিতে সেই নিয়ে সংশয় রয়েছে কমিশনেরও।

Related Articles