গুলেন বারিতে প্রথম মৃত্যু মহারাষ্ট্রে, বিরল স্নায়ু রোগে বাড়ছে আতঙ্ক
Gulen first death in Maharashtra, fear of rare nerve disease

Truth Of Bengal: বিরল স্নায়ুর রোগ গুলেন বারি আতঙ্কের সৃষ্টি করছে মহারাষ্ট্রে। প্রায় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। এবার সামনের আসছে মৃত্তির খবরও। রবিবারই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। সমস্ত পরিস্থিতির উপর নজর রাখতে বাড়ি বাড়ি গিয়ে চলছে পিন প্রশাসনের নজরদারি।
মনে করা হচ্ছে, গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত এক ব্যক্তিরই মৃত্যু হয় থাকতে পারে পুনেতে। মহারাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে তেমনটাই। জানা যাচ্ছে মৃত ব্যক্তি সোলাপুরের বাসিন্দা। পুনেতে আসা মাত্রই গুলেন বারিতে আক্রান্ত হন তিনি। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, বর্তমানে মহারাষ্ট্রে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত অন্তত ১০১ জন । তাঁদের মধ্যে পুরুষ ৬৮ জন এবং ৩৩ জন মহিলা। আক্রান্তদের ১৬ জন রয়েছেন ভেন্টিলেশনে।
প্রসঙ্গত, অসাড়তাই হলো গুলেন বারি সিনড্রোমের মূল লক্ষণ। কোনও সংক্রামক ব্যাধি শরীরে বাসা বাঁধলে স্নায়ুর এই সমস্যাটি দেখা যায়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এই রোগটিও হতে পারে প্রাণঘাতী। এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী সময়ে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হতে থাকে। এমনকি লক্ষণীয় ভাবে দুর্বল হয়ে পরে হাত-পা। আক্রান্ত হওয়ার সপ্তাহ দুই এর মধ্যেই এই দুর্বলতা প্রকট হয়। অনেক ক্ষেত্রে অসাড় হয়ে পড়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ক্ষতিগ্রস্ত হয় ঘাড়ের পেশিও।