দেশ

প্রকাশ্যে এল গুজরাট বিশ্ববিদ্যালয়ের ডার্ক সাইট, কমিটিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Gujarat University's dark site exposed, High Court directs committee to investigate

The Truth Of Bengal: প্রকাশ্যে এল এক নক্কার জনক ঘটনা। সাধারণ মানুষের সামনে এল বিজেপি শাসিত রাজ্যের গুজরাট বিশ্ববিদ্যালয়ের ডার্ক সাইট। সূত্রের খবর, ডবল ইঞ্জিন রাজ্যের ‘গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি’ -র ছাত্র-ছাত্রীদের দের কণ্ঠস্বর দমনের জন্য প্রশাসনের তরফ থেকে করানো হয়েছিল শ্লীলতাহানি এবং ধর্ষণ। এই ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রকাশ্যে আনার পর কড়া সিদ্ধান্ত নিল গুজরাট হাইকোর্ট।

গুজরাট হাইকোর্ট সূত্রে খবর, ইতিমধ্যে গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটির রেজিস্টার এবং পরিচালকদের বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কে ধর্ষণ এবং এক ছাত্রকে হয়রানি করা হয়েছিল। আর সেই কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়ারা। এরপর এই ঘটনা গুজরাট হাইকোর্টের নজরে এলে রোষের সম্মুখীন হতে হয় কমিটিকে। কোর্ট এই কাজটি কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেয়।

FREE ACCESS

Related Articles