
Truth of Bengal: গতদুদিনে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। জারি লাল সতর্কতা। আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে মৌসম ভবন। মঙ্গলবার রাজ্যে বন্ধ প্রাথমিক স্কুল। বিঘ্নিত ট্রেন চলাচল। এখনই গুজরাটে বৃষ্টি থামার কোনও সম্ভাবনার কথা শোনাচ্ছে মৌসমভবন। আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়েই রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সব থেকে বেশি বৃষ্টি হয়েছে আমেদাবাদে।
শহরের একাধিক অংশ জলমগ্ন। জারি করা হয়েছে লাল সতর্কতাও। রবিবার ভোর ৬ থেকে সোমবার ভোর ৬ পর্যন্ত বৃষ্টির পরিমান রয়েছে ৮৬ মিলিমিটার। এছাড়াও বরোদা, মহিষাগড় সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এমনকী অতিবৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়েও বইতে শুরু করেছে একাধিক নদী। মঙ্গলবার রাজ্যের প্রাথমিক স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।
রেল লাইনে জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। যার জেরে, আমেদাবাদ-বরোদা ইন্টারসিটি এক্সপ্রেস সহ বরোদা-আমেদাবাদ ইন্টারসিটি এক্সপ্রেস ও বরোদা-জামনগর ইন্টারসিটি এক্সপ্রেস দেরীতে চলাচল করে। মৌসম ভবনের তরফ থেকে গুজরাট ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস ছিলই, সেই মতোই ভারী বৃষ্টির সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া মঙ্লকবার সকাল থেকে।
ইতিমধ্যেই উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানের উপর তারি হওয়া নিম্নচাপ পরিনত হয়েছে গভীর নিম্নচাপে। তার জেরে গুজরাট, মহারাষ্ট্রে তৈরি ভারী বৃষ্টির পরিস্থিতি। গুজরাটের পরিস্থিত খোঁজ নিতে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।