বড়সড় চমক, দূষণ কমাতে পরিবেশ বান্ধব যানে এবার নির্দেশিকা, জানুন কী পদক্ষেপ কেন্দ্রের
Guidelines for eco-friendly vehicles to reduce pollution, know the steps taken by the Centre

The Truth of Bengal : বাতাসে বিষ কমাতে এখন পরিবেশবান্ধব যানে জোর দেওয়া হচ্ছে। দূষণের গ্রাসে যখন দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই চলে গেছে তখন হাইব্রিড যান ব্যবহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই রকম অবস্থায় গ্রিন অর্থনীতির বাড়বাড়ন্তের স্বার্থে কেন্দ্র বড় চমক দিতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, আগামীদিনে হাইব্রিড গাড়ির ব্যবহার যাতে বাড়ে সেজন্য পণ্য-পরিষেবা কর লাঘব করা হবে। বর্তমানে ৩৬কোটি পেট্রোল-ডিজেল চালিত গাড়ি ব্যবহার হয়।
সেই সংখ্যাটা একেবারে কমিয়ে আনতে কেন্দ্রের এই বিকল্প ভাবনা বলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন। বলা যায়, যতটা সম্ভব গতিশীলতার ভারসাম্য বজায় রেখে কার্বন নিঃসরণ কমানো ও স্বয়ংচালিত শিল্পের ওপর ঝোঁক বাড়ছে। ক্রমবর্ধমানভাবে ইলেক্ট্রোমোবিলিটির দিকে ঝুঁকছে দেশের গণপরিবহণের মালিকরা। হাইব্রিড প্রযুক্তি দুটি ভিন্ন ড্রাইভ সিস্টেমের সুবিধাগুলিকে একত্রিত করে – বৈদ্যুতিক মোটর এবং প্রচলিত অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন এখন দেশের পরিবহণে নতুন মাত্রা যোগ করেছে।
শোনা যাচ্ছে, ৫ শতাংশ থেকে ১২ শতাংশ হাইব্রিড গাড়িতে করের বোঝা কমানো হবে বলে মন্ত্রী ই্ঙ্গিত দিয়েছেন। বায়ো ফুয়েল বা জৈব জ্বালানির ব্যবহার বাড়িয়ে আসলে বিদেশ থেকে পেট্রোল –ডিজেলের আমদানি কমিয়ে আনা কেন্দ্রের লক্ষ্য বলে নয়া নীতিতে স্পষ্ট হয়েছে। পরিবেশবিদরাও জৈব জ্বালানির ওপর গাড়ি চালানোর ওপর বেশি জোর দিচ্ছেন।ফলে পরিবেশবান্ধব অর্থনীতির প্রতি জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলোর মতোই ভারতও যে ক্রমশ ঝুঁকছে তা এই নীতি পরিবর্তন থেকে স্পষ্ট বলে পর্যবেক্ষকদের অভিমত।
FREE ACCESS