আম্বেদকর জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা করল কেন্দ্র সরকার
Govt declares holiday on Ambedkar birth anniversary

Truth Of Bengal: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১৪ এপ্রিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই ছুটি কার্যকর হবে। বৃহস্পতিবার এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। গত ডিসেম্বরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, “এখন এক ফ্যাশন হয়েছে—আম্বেদকর, আম্বেদকর… এতবার যদি ভগবানের নাম নিত, তবে সাত জন্ম স্বর্গবাস হয়ে যেত।”
বিরোধী দলগুলি এই মন্তব্যকে আম্বেদকরের অবমাননা বলে সমালোচনা করে। কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলি অভিযোগ তোলে, বিজেপি সরকার আম্বেদকরের ভাবাদর্শের প্রতি আন্তরিক নয়।
বিশ্লেষকদের মতে, বিতর্কের পরেই দলিতদের সমর্থন নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই ছুটি ঘোষণা করেছে। বিজেপির লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলিত ভোটব্যাংককে আরও শক্তিশালী করা।
তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁদের বক্তব্য, আম্বেদকরের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।