দেশ
Trending

‘সহমতের ভিত্তিতে কাজ করবে সরকার’, শুরুতেই ‘নমনীয়’ মোদি

"Government will work on the basis of consensus", Modi is "flexible" in the beginning

The Truth Of Bengal: নতুন বিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে অধিবেশনের কাজ শুরু হবে। সহমতের ভিত্তিতেই কাজ করবে তাঁর সরকার। অষ্টাদশ লোকসভার অধিবেশনের শুরুর আগে ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোট সরকারকে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

অধিবেশন শুরুর আগের নিজের ভাষণে ইন্দিরা গান্ধির আমলের সরকারের কথা তুলে ধরেন মোদি। বলেন, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের ওপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।‘ সেইসঙ্গে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।’

মোদির ভাষণের পর জাতীয় সঙ্গীত শেষ হলে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব নরেন্দ্র মোদিকে লোকসভার নেতা ঘোষণা করেন। এদিন মোদির ভাষণে বিশেষ ‘নমনীয়তা’ দেখা যায়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট নির্ভর সরকার গড়তে হয়েছে বিজেপিকে। তাই নতুন সরকারে কিছুটা ‘নরম’ অবস্থানে নিতে দেখা যাচ্ছে পদ্মশিবিরকে। এদিন প্রধানমন্ত্রী নিজের ভাষণে ইন্দিরা গান্ধি সরকারকে আক্রমণ করলেও জোট সরকারকে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে বার্তা দিলেন।

Related Articles