দেশ

জুড়ছে গোরখপুর-আজমগড়, উত্তরপ্রদেশের নয়া প্রকল্প গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে

Gorakhpur Link Expressway, a new project in Uttar Pradesh, connects Gorakhpur and Azamgarh

Truth Of Bengal: সড়কপথে উন্নয়নের জোয়ার বইছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের নয়া প্রকল্প গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে। যে প্রকল্পের মাধ্যমে যুক্ত হচ্ছে গোরখপুরের সঙ্গে আজমগড়। এটি গোরখপুর বাইপাস এনএইচ-২৭ থেকে শুরু হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়েছে।

তারপর তা আজমগড়ের সালারপুরে গিয়ে শেষ হয়েছে। এই মহাসড়ক ধরেই সহজে পৌঁছে যাওয়া যাবে এবার লখনউ শহরে। এই এক্সপ্রেসওয়েটি যে চারটি এলাকা দিয়ে গিয়েছে সেই উঁচু-নীচু জায়গায় নির্মান চালিয়ে যাওয়া ইঞ্জিনিয়রদের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ। তবে সেই অসাধ্য সাধন করতে সক্ষম হন ইঞ্জিনিয়ররা। স্বাভাবিক ভাবেই উত্তরপ্রদেশের এটাই বড়সড় একটা সাফল্য বলা যায়।

জানা যাচ্ছে এই প্রকল্পের জন্য ধার্য করা হয় ৭ হাজার ২৮৩ কোটি টাকা। সূত্রের খবর অত্যন্ত অল্প সময়ের মধ্যেই প্রায় ৯৮ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। অল্প হলেও যানবাহন চলাচল শুরু হয়েছে ইতিমধ্যেই। এখন অপেক্ষা এই এক্সপ্রেসওয়েটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার। নতুন বছরেই এই এক্সপ্রেসওয়েটির উদ্বোধন হবে বলে খবর পাওয়া যাচ্ছে।

এই এক্সপ্রেসওয়েটি পুরোপুরিভাবে চালু হলে আগামীতে এর নিয়ন্ত্রিত এন্ট্রি পয়েন্টগুলো জ্বালানির খরচ কমাতে ও যানবাহনের জন্য সময় বাঁচানোর পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত রাখতেও সাহায্য করবে।

Related Articles