দেশ

হাইকোর্টে বড় ধাক্কা খেয়ে নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে সুপ্রিমকোর্টে গেল গেরুয়া শিবির

Gerua Shibir went to the Supreme Court with the election advertisement after a big setback in the High Court

The Truth of Bengal: বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টে  তৃণমূল কংগ্রেস মামলা দায়ের করে। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়,বিজেপি দুর্নীতিও সনাতন বিরোধী বলে নজিরবিহীন ভুল তথ্য পরিবেশন করছে।সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয় সিঙ্গল বেঞ্চের তরফে।

সিঙ্গল বেঞ্চের মতোই ডিভিসন বেঞ্চও সেই পুরোনা রায় বহাল রাখে। স্পষ্ট করে দেয়, কোনওভাবেই ৪জুন পর্যন্ত বিজেপি কোনও এই ধরণের বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না।তাই সেই মামলা নিয়ে সুপ্রিমকোর্টে যায় বিজেপি।দ্রুত শুনানির আর্জিও জানানো হয় বিজেপির তরফ। সুপ্রিমকোর্টে বিজেপির তরফে লিভ পিটিশন দায়ের করা হয়েছে।সেই আবেদন করা হয়েছে বিচারপতি বেলা ত্রিবেদী ও পঙ্কজ মিথালের ডিভিসন বেঞ্চে।

এবিষয়ে শীর্ষ আদালতের ডিভিসন বেঞ্চ জানতে চায়,কেন বিজেপির তরফ থেকে কেন পরবর্তী ডিভিসন বেঞ্চে আবেদন করা হয়নি।এরপরই বিজেপির আইনজীবী সর্বোচ্চ আদালতে আবেদন করেন,যাতে দ্রুত এবিষয়ের শুনানি হয়।সেজন্য বিজেপি প্রস্তাব দেয়,তড়িঘড়ি শুনানি করা হোক।বলা হয় ২৭মে শুনানির ব্যবস্থা করতে।সেই প্রস্তাব শুনে সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়,দ্রুত শুনানির কথা বিবেচনা করে দেখা হচ্ছে।

Related Articles