রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার,চালকের তৎপরতায় মিলল রক্ষা
Gas cylinders on railway lines, protection against driver's actions

Truth of Bengal: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পর এবার কানপুরে নাশকতার ছক বানচাল। কানপুরের রেলললাইন থেকে উদ্ধার গ্যাস সিলিন্ডার। চালকের তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা। আবারও শিরোনামে উত্তরপ্রদেশে। প্রয়াগরাজের পর এবার কানপুর। রেললাইন থেকে সউদ্ধার হল গ্যাস সিলিন্ডার। স্বাভাবিকভাবেই ট্রেনকে লাইনচ্যুত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা, উঠছে সেই প্রশ্নও। জানা যায়, উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরেই রেললাইনের উপর থেকে উদ্ধার হয় গ্যাস সিলিন্ডার।
সেইসময়ই ওই লাইন দিয়েই আসছিল একটি মালগাড়ি। তবে মালগাড়ির চালকের চোখে ওই গ্যাস সিলিন্ডার পড়লে তড়িঘড়ি জরুরীকালীন ব্রেক কষে মালগাড়িটি থামিয়ে দেয় চালক। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ওই গ্যাস সিলিন্ডার চালকের চোখ এড়িয়ে গেলে, সেক্ষেত্রে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। আরপিএপ সূত্রে খবর, পাঁচ কেজির একি গ্যাস সিলিন্ডার রাখা ছিল ওই রেল লাইনের উপর। মালগাড়ির গতি কম থাকার জন্যই জরুরীকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দিতে সক্ষম হয়েছেন চালক।
এই ঘটনার পরই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় রেলের শীর্ষ আধিকারিকরা ও আরপিএফ। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয় আরপিএফের তরফ থেকে। ইতিমধ্য়ে গোটা ঘটনা একদিকে যেমন শুরু করেছে আরপিএফ। সেই সঙ্গে তদন্তে রয়েছে পুলিশও। তবে এটাই প্রথমবার নয়, এর আগে একাধিকবার ট্রেনকে লাইনচ্যুত করার পরিকল্পনা সামনে আসে। যার জেরে মনে করা হচ্ছে, সমস্ত একের পর এক ঘটনাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত।