দেশ
Trending

মহারাষ্ট্রে গণ্ডগোল, মহেশ গায়কোয়াড়ের উপর গুলি চালানোর অভিযোগ গণপত গায়কোয়াড়ের বিরুদ্ধে

Ganpat Gaikwad is accused of firing at Mahesh Gaikwad

Bangla Jago Desk : শিবসেনা ক্ষমতা দখলের পরেও থামছে না শরিকী বিবাদ। বিজেপি ও শিবসেনা শিন্ডে গোষ্ঠীর স্বার্থের সংঘাত। এবার গুলি চালানোয় অভিযুক্ত বিজেপি বিধায়ক মহেশ গায়কোয়াড় সরাসরি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দিকে আঙুল তুললেন। তাঁর তোপ, শিন্ডের জন্যই তাঁকে অপরাধীর তকমা নিতে হয়েছে। কেন এই বিবাদ,রক্তপাত? আসলে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই দুই শরিকের বিবাদ চরমে। জমি সংক্রান্ত মামলায় মামলা দায়ের করতে শুক্রবার রাতে মহারাষ্ট্রের উল্লাসনগরের হিল লাইন থানায় সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন শিবসেনা ও বিজেপির দুই নেতা।

সেখানেই কথা কাটাকাটি হতে থেকে দুই পক্ষের। তারপরই হটাৎ বন্দুক নিয়ে শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা মহেশ গায়কোয়াড়ের ওপর গুলি চালান বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়। পর পর ১০ রাউন্ড চলে গুলি। গুলিতে গুরুতর জখম মহেশ গায়কোয়াড়েকে ভর্তি করা হয় মীরা হাসপাতালে। পরে অবস্থার অবনতির জন্য তাকে ভর্তি করা হয় থানের জুপিটার হাসপাতালে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিবসেনার নেতা। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গণপত গায়কোয়াড়কে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে সেই বন্দুকও।

এরপরই বিজেপি বিধায়ক শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডের দিকে আঙুল তোলেন। তাঁর দাবি, একনাথ শিন্ডের প্রশাসনের জন্য তাঁকে অপরাধীর তালিকায় জায়গা পেতে হচ্ছে। বিজেপির রাজ্য নেতৃত্ব এই ঘটনায় মুখ বুজে থাকলেও বিরোধের চোরাস্রোত বিস্ফোরক আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। সুবিধাবাদী রাজনীতি করতে গিয়ে আসলে বিজেপি শরিকী সংঘাত চরমে নিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত।

 

FREE ACCESS

Related Articles