ফের গণধর্ষণ! মধ্যপ্রদেশে সেনা অফিসারের ওপর হামলা
Gang rape again! Attack on army officer in Madhya Pradesh

Truth Of Bengal: মধ্যপ্রদেশে দুষ্কৃতী দৌরাত্ম্য। অভিযোগ, মঙ্গলবার দুই সেনা অফিসারকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ করে নেওয়া হয় তাদের কাছে থাকা যাবতীয় সরঞ্জাম। এমনকি ওই দুই সেনা অফিসারের সঙ্গে থাকা তাদের বান্ধবীদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। পাশপাশি উঠে আসছে গণধর্ষণের অভিযোগ। প্রায় ৮ জন দুষ্কৃতী এই হামলা চালায় বলে খবর। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জাম গেটের কাছে এই পাশবিক ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল। হাতে আগ্নেয়াস্ত্র ছিল তাদের। লুটপাট করে থেমে থাকেনি তারা। সেনা অফিসারদের সঙ্গে থাকা তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ও সেনা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এমনকি ধর্ষণ করার মুহূর্তের ভিডিও করা হয়। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। জানা যায়, প্রকাশ্য রাস্তায় মাদক খাইয়ে অচৈতন্য করেমহিলাকে ধর্ষণ করেন ওই যুবক। সঙ্গে করা হয় ভিডিও। এমনকি খুনের হুমকিও দেন অভিযুক্ত। ঘটনায় লোকেশ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।