দেশ

কর্নাটকে ফল বোঝাই ট্রাক উল্টে বিপত্তি, মৃত ১০-এর অধিক, আহত একাধিক

Fruit-laden truck overturns in Karnataka, over 10 dead, several injured

Truth Of Bengal: ফল বোঝাই ট্রাক উল্টে বিপত্তি। ভোররাতে উত্তর কন্নড় জেলার এনএইচ-৬৩ সড়কে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় ১০ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহত হয়েছেন একাধিক।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়ক ধরে এল্লাপুরার দিকে একটি ট্রাক যাচ্ছিল ভোররাতে। সেই ট্রাকটি ছিল প্রচুর পরিমানে ফল ও যাত্রীতে পরিপূর্ণ। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। রাস্তার পাশে কোনও গার্ড ওয়াল না থাকার জন্য সোজা গিয়ে ওই ট্রাক রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়।

জানা যায়, ওই ট্রাকটিকে মোট ৩০ জন যাত্রী সেইসময় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রাই। পরে পুলিশ সেখানে পৌঁছলে তারাই উদ্ধারকাজ করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ প্রশিল প্রশাসন। মৃত ৮ জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, কর্নাটকের বেঙ্গালুরুতেও ঘটেছিল এই একই ঘটনা। সেইসময় হাইওয়ের উপর নিয়ন্ত্রন হারিয়ে একটি একটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মেরেছিল একটি কন্টেনার ট্রাক। ঘটনায় ৬ জনের মত্যু হয়েছিল তখন।

Related Articles