দেশ

হাতঘড়ি, জুতো থেকে জলের জার, জানুন জিএসটি পরিবর্তনের ফলে কোন পণ্যের দাম কেমন হবে 

From watches, shoes to water jars, know how the GST changes will affect the price of any product

Truth Of Bengal : জীবন বিমার টার্ম পলিসি এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে পণ্য ও পরিষেবা কর (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি) প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজস্বের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, ফলে অন্যান্য বেশ কিছু পণ্যের জিএসটিতে বদল আনার বিষয়ে আলোচনা করছেন মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা।

শনিবার, ১৯ অক্টোবর, জিএসটি পরিষদ গঠিত মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা একটি বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে ২৫ হাজারের বেশি মূল্যের হাতঘড়ির ওপর করের পরিমাণ বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে ১৮ শতাংশ। একইভাবে, ১৫ হাজার টাকার বেশি দামি জুতোতে জিএসটি ২৮ শতাংশ করার কথা বলা হয়েছে, যা বর্তমানে ১৮ শতাংশ করের আওতায় রয়েছে।

অন্যদিকে, ২০ লিটার জারবন্দি জল ও ১০ হাজার টাকার কম দামি বাইসাইকেলের জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। বর্তমানে এই পণ্যের ওপর যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ কর নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এসব সিদ্ধান্ত কার্যকর হলে বছরে বাড়তি ২২ হাজার কোটি টাকা কর আদায় হতে পারে। এর ফলে বিমায় কর মকুবের কারণে সৃষ্ট লোকসান পূরণ করে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

চলতি বছরের সেপ্টেম্বরে জিএসটি পরিষদের বৈঠকে ক্যান্সারের ওষুধ ও স্ন্যাকসের ওপর থেকে কর কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে। অক্টোবরের শেষ নাগাদ মন্ত্রিগোষ্ঠীর রিপোর্ট জমা পড়ার কথা রয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে এই পণ্যের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি পরিষদ। এখন দেখার বিষয়, এই পরিবর্তনগুলি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলে।

Related Articles