দেশ
Trending

লোকসভার আগেই ফ্রিজ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের

Freeze Congress bank account before the Lok Sabha! Allegation of the top leadership of Congress

The Truth Of Bengal: লোকসভার আগে ইন্ডিয়া জোটের রাজনৈতিক রথ থমকে দেওয়ার চেষ্টা হচ্ছে।সেই কারণেই কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কাজ করছে কেন্দ্রের সরকার। সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বিজেপির রাজনীতির বিরুদ্ধে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বিহারে বিজেপি বিরোধী ঝড় তোলার চেষ্টা করেন।বুঝিয়ে দেন,নীতীশকুমার ইন্ডিয়া ছাড়লেও বিরোধী শিবিরে যথারীতি ঐক্যের ছবি রয়েছে।

নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ অসাংবিধানিক, সুপ্রিমকোর্টের এই নিষেধাজ্ঞার পর বড় ধাক্কা খেয়েছে বিজেপি।সমস্যায় অন্যান্য রাজনৈতিক দলগুলো। তারমাঝে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল জাতীয় রাজনীতিতে। গান্ধী পরিবারের  ঘনিষ্ঠ অজয় মাকেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্রের বিজেপি সরকার কংগ্রেসের তহবিল ফ্রিজ করার ছক কষেছে। তিনি স্পষ্টতই অভিযোগ করেন, ক্রাউডফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা ব্যবহার করা যাচ্ছে না। নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেওয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও। লোকসভা নির্বাচনের আগেই কার্যত  স্তব্ধ করে দেওয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ। আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে বলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বড়সড় অভিযোগ। যদিও রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়া করেছেন।

লালু-পুত্র তেজস্বী যাদব, এক্স হ্যান্ডলে রাহুলের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছেন। লিখেছেন— ‘‘বিহারের সাসারাম থেকে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা হয়েছে।’’ জানুয়ারি মাসে জেডিইউ প্রধান নীতীশের ‘ইন্ডিয়া’ ছাড়ার পরে বিহারে বিজেপি বিরোধী জোটের ‘ভবিষ্যৎ’ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই আবহে   রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের একযোগে বিহারে প্রচারে নামা লোকসভার আগে বিজেপি বিরোধী শিবিরকে সংঘবদ্ধ করছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। গত ২৯ জানুয়ারি যখন কিষাণগঞ্জে প্রবেশ করে রাহুলের যাত্রা,তারপর আবার রাহুল গান্ধীর এই বিহারে বিরোধীদের মহাজোটকে অক্সিজেন জোগানোর চেষ্টা কার্যতঃ বিজেপি বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবে বলে আশা অনেকের।

FREE ACCESS

 

Related Articles