দেশ

প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত ৪

Four-storey building collapses in Delhi, 4 dead

Truth of Bengal: দিল্লিতে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে একটি চারতলা বাড়ি। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, মারা গেছেন অন্তত চারজন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার ভোর রাত ৩টার সময় দিল্লির মুস্তাফাবাদ এলাকায় হঠাৎ করে একটি চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে চাপা পড়েন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা। শুরু হয় উদ্ধার অভিযান।

দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, “ভবনের ভিতরে তখন অনেকেই ছিলেন। এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এখনও ৮-১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।”

দিল্লির দমকল বিভাগের আধিকারিক রাজেন্দ্র আটওয়াল জানান, “ভোরে খবর পাই যে একটি বাড়ি ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, চারতলা বাড়িটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। উদ্ধারকাজে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করছে।”

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে, কীভাবে আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি, আর ধুলোর চাদরে ঢেকে যায় পুরো এলাকা।

স্থানীয় প্রশাসনের অনুমান, গত কয়েক দিনের তীব্র গরমের পর হঠাৎ প্রবল বৃষ্টির ফলেই এই বিপর্যয় ঘটেছে। তবে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

Related Articles